ঢাকায় সপ্তাহের কোন দিনে যে যে মার্কেট বন্ধ থাকে জেনে নিন
ঢাকা শহরের যানজোট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা শহরকে সাতটি
অঞ্চলে ভাগ করে শপিং মল বন্ধের দিন নির্ধারণ করে হয়েছে। আসুন জেনে নেই ট্রেডিং সময়সূচী, মার্কেট খোলা, পূর্ণ ও অর্ধদিবস (বেলা দুইটা পর্যন্ত) বন্ধ হওয়ার সময় ও দিন ।
রবিবার পুরোদিন এবং সোমবার অর্ধেক দিন বন্ধঃ Sunday Full & Monday Half-Day Closed
এলাকার নাম-১:
আগারগাঁ, তালতলা, শেরে বাংলা নগর, শ্যাওড়া পাড়া, কাজী পাড়া, পল্লবী,
মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর,
কচুখেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও
ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট,
গুলসান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার
সিটি বাস টার্মিনাল এরিয়া।
মার্কেটের নাম-১:
বিসিএস কম্পিউটার সিটি, পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী(Mirpur Benaroshi Polli),
ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি
মার্কেট গুলশান-১ (Gulshan dcc market off day )এবং ২, গুলশান পিংক সিটি (
Gulshan Pink City Market)।
এলাকার নাম-২:
রামপুরা, বনশ্রী, খিলগাঁ, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর,
সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির
আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।
মার্কেটের নাম-২:
মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ
সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট (Taltola market off day),
কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং
সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার
মার্কেট।
মঙ্গলবার পুরোদিন এবং বুধবার অর্ধেক দিন বন্ধঃ Tuesday Full & Wednesday half day
এলাকার নাম:
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া,
তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড,
শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা,
লালমাটিয়া।
মার্কেটের নাম:
বসুন্ধরা সিটি (Bashundhara city), মোতালেব প্লাজা (Motalib Plaza),
ইস্টার্ন প্লাজা(Eastern Plaza), সেজান পয়েন্ট, নিউ মার্কেট (Dhaka New
Market), নীলক্ষেত বই দোকান – Nilkhet book market Dhaka, চাঁদনী চক (Chadni Chawk),
চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া (Gausia market off day), ধানমন্ডি হকার্স,
বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস
স্কয়ার (Rifles Square), অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি
প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা (Rapa Plaza), আনাম
র্যাংগস প্লাজা ( Anam Rangs Plaza), কাওয়ান বাজার ডিআইটি মার্কেট(Karwan
Bazaar (DIT) Rajuk Market), অর্চিড প্লাজা, ।
বুধবার পুরোদিন এবং বৃহস্পতিবার অর্ধেক দিন বন্ধঃ
এলাকার নাম:
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা,
সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১,২, কুড়িল, খিলখেত, উত্তরখান, দক্ষিণখান,
জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
মার্কেটের নাম:
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার,
ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশাল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির
কমপ্লেক্স, মাসকট প্লাজা, উত্তরার সব মার্কেট বন্ধ (All Markets Uttara)।
বৃহস্পতিবার পুরোদিন এবং শুক্রবার অর্ধেক দিন বন্ধঃ
এলাকার নাম-১:
মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট।
মার্কেটের নাম-১:
মোহাম্মাদপুর টাউন হল মার্কেট ( Mohammadpur Town Hall Market), কৃষি মার্কেট, আড়ং ( Aarong),
বিআড়টিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার
কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট (
Shah Ali Spuer Market Mirpur), মিরপুর স্টেডিয়াম মার্কেট, টোকিও স্কয়ার –
Tokyo Square Shopping Mall, Dhaka।
এলাকার নাম-২:
ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর,
শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি,
আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু
পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট।
মার্কেটের নাম- ২:
মৌচাক মার্কেট (Mouchak market off day), আনারকলি মার্কেট, আয়েশা শপিং
কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি (karnaphuli garden city), কনকর্ড টুইং
টাওয়ার, ইস্টার্ন প্লাস (Eastern Plus), Polwel Super Market – ঢাকা পলওয়েল সুপার মার্কেট,
সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট,
স্টেডিয়াম মার্কেট-১, এবং ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, বিএমএ ভবন
মার্কেট ( BMA bhaban Market off day) খদ্দের মার্কেট , পীর ইয়ামেনি
মার্কেট, বাইতুল মুকাররম মার্কেট (Baitul mukarram market holidays), আজিজ
কোওপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।
শুক্রবার পুরোদিন এবং শনিবার অর্ধেক দিন বন্ধঃ
এলাকার নাম:
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ,
পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা,
গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর
দক্ষিন-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালী থানা, বংশাল,
নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল,
গুলিস্থানের দক্ষিন অংশ (Gulistan South Market)।
মার্কেটের নাম:
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্থান হকারস মার্কেট (Gulistan Hawkers
Market), ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার
মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার,
ধূপখোলা মাঠ বাজার, চক বাজার (Chowk bazar off day), বাবু বাজার, নয়া
বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন
মার্কেট, ইসলামপুর কাপরের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটরা হোলসেল মার্কেট,
শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
0 Comments