অনেকেরই মনে হয় যে, পছন্দের মোবাইল এ্যাপস (.apk) গুলো যদি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এ চালনা করা যেত, তাহলে কতই না ভাল হতো। অনেক মজার মজার এ্যাপস, গেমস কম্পিউটারে ব্যবহার করতে পারতাম। আসলে কি মোবাইল এই এ্যাপস গুলো কম্পিউটারে চালনা করা সম্ভব .........????, হ্যা সম্ভব, কিছু সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আপনি মোবাইল এ্যাপস গুলো কম্পিউটার এ রান করতে পারবেন। তার মধ্যে Ko Player সফটওয়্যারটি অন্যতম। শুধু তাই নয়, মোবাইল এ সব ফিচার গুলো কম্পিউটারে দেখতে পারবেন এক র্ভাচুয়াল মোবাইল হিসাবে।
কোথায় পাবেন এই সফটওয়্যারটি ??
আপনাদের সুবিধার্থে সফটওয়্যার টির লিংক আমি নিচে দিলাম। এখান থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করুন।
Software Link: https://koplayer.en.uptodown.com/windows/download
0 Comments